রাজ্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। দেখুন সেই বাজেটের লাইভ আপডেট--

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অমিত মিত্রবাজেট বক্তৃতা পেশ করছেন অমিত মিত্র। কী বলছেন অর্থমন্ত্রী। দেখুন এক নজরে---

**অশোকনগরে ইন্টিগ্রেটেড পাওয়ারলুম পার্ক
সম্পত্তি বিক্রি করতে স্ট্যাম্প ডিউটি কমানোর প্রস্তাব
**১ লক্ষ কৃষককে আর্থিক সহায়তা। বরাদ্দ ৫০০ কোটি টাকা।
১ লক্ষ টাকা আয়ে কর হবে না। নিম্ন আয়ে বৃত্তিকর ছাড়ের প্রস্তাব
ভ্যাটের রেজিস্ট্রেশন অল লাইনে করার প্রস্তাব

মাইক্রো বিজনেস ক্রেডিট কার্ড চালু হচ্ছে।
ন্যায্য মূল্যের ওষুধের দোকান আরও চালু হবে।
নতুন ৩১ টি সরকারি কলেজ অনুমোদন পেয়েছে।

সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি পুরসভায় ই গর্ভনেন্স চালু হচ্ছে।
দাম কমবে চুলের ক্লিপের।
পরিবহণে 'গতিধারা' নামের নতুন প্রকল্প
১ হাজার নতুন বাস নামানো হবে।
**রাজ্যে আইটি ক্ষেত্রে আরও কর্মসংস্থান হবে।

রাজ্যে নতুন ক্রিকেট অ্যাকাডেমি হতে চলেছে।

বৃত্তি করের জন্য ওয়েব ভিত্তিক ইলেকট্রনিক ও এনরোলমেন্ট রেজিস্ট্রেশন।

**১৩ লক্ষ ২২ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে।

****বরাদ্দ--- স্কুল শিক্ষায় বরাদ্দ ৬৮৮৪ কোটি টাকা। সংখ্যালঘু উন্নয়নে ১৭৩৭ কোটি টাকা বরাদ্দ। শিল্প-বাণিজ্যে ৫৯৪ কোটি টাকা বরাদ্দ। কৃষিতে বরাদ্দ ১১৫৭ কোটি টাকা বরাদ্দ। খাদ্য প্রক্রিয়াকরণে ১২০ কোটি টাকা বরাদ্দ, পঞ্চায়েত-গ্রামীণ উন্নয়ন্নে ৭৪৬০ কোটি টাকা বরাদ্দ। তথ্য-সংস্কৃতিতে ১৬৫ কোটি টাকা। যুবকল্যাণে বরাদ্দ ১৩০ কোটি টাকা।

**১৬ লক্ষেরও বেশি কর্মসংস্থান পরিকল্পনা রয়েছে
**১৩টি আইটি পার্ক-হার্ডওয়ার পার্ক হবে। ট্রিপল আইটি পার্ক শুরু হয়েছে।

৬২০ কোটি ব্যয়ে ১০২টি কৃষক নির্মাণের কাজ হবে।

১০০ কোটি টাকা বরাদ্দ করা হল বিদ্যুত্‍‌ খাতে।

**সারদাকাণ্ডে প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ৪ লক্ষ মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সারদাকাণ্ডে আরও ক্ষতিপূরণ দেওয়া হবে।
**রাজ্যে শিল্প বৃদ্ধির হার ৯.৫৮ শতাংশ। সেখানে দেশে শিল্প বৃদ্ধির হার ০.৭ শতাংশ।
**বিগত বাম সরকারের বোঝা বইতে হচ্ছে
**প্রাপ্য থেকে রাজ্যকে বঞ্চিত করছে কেন্দ্র

**কেন্দ্রের কাছে ৩৪০০ কোটি টাকা প্রাপ্য আছে
**মুষ্টিমেয় লোক নেতিবাচক প্রচার করছেন
**কিষাণ ক্রেডিট কার্ড বিতরণে রেকর্ড। ২৪ লক্ষ মানুষের হাতে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।

**৫ টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়
**৩ কোটি রেশন কার্ড ডিজিটাইজেশন হয়েছে।
**৪০০টি স্কুল মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক উন্নত করা হয়েছে।

First Published: Monday, February 17, 2014, 16:10


comments powered by Disqus