Last Updated: Sunday, January 12, 2014, 19:02
শ্যারনকে শেষ বিদায় জানালো ইজরায়েল। আগামিকাল শেষকৃত্য হবে ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীর। আসবেন দেশবিদেশের প্রতিনিধিরা। আজ সারাদিন ইজরায়েলের পার্লামেন্টে শায়িত ছিল অ্যারিয়েল শ্যারনের মরদেহ। শেষ শ্রদ্ধা জানালেন অগণিত মানুষ।