শ্যারনের শেষ বিদায়ে চোখের জল ইজরায়েলে, উত্‍সব প্যালেস্তাইনে

শ্যারনের শেষ বিদায়ে চোখের জল ইজরায়েলে, উত্‍সব প্যালেস্তাইনে

শ্যারনের শেষ বিদায়ে চোখের জল ইজরায়েলে, উত্‍সব প্যালেস্তাইনেশ্যারনকে শেষ বিদায় জানালো ইজরায়েল। আগামিকাল শেষকৃত্য হবে ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীর। আসবেন দেশবিদেশের প্রতিনিধিরা। আজ সারাদিন ইজরায়েলের পার্লামেন্টে শায়িত ছিল অ্যারিয়েল শ্যারনের মরদেহ। শেষ শ্রদ্ধা জানালেন অগণিত মানুষ।

বর্ণময় জীবনে যবনিকা পড়েছে শনিবার। প্রয়াত হয়েছেন ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন। টানা আটবছর কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। ২০০১ সাল থেকে ২০০৬ সাল। টানা পাঁচবছর ইজরায়েলের শাসনভার ছিল তাঁর হাতে। একের পর এক কঠোর সিদ্ধান্ত। আর তাই ইজরায়েলের মানুষের কাছে শ্যারন পরিচিত ছিলেন মিস্টার সিকিওরিটি বলে। কিন্তু, প্যালেস্তাইন বা আরব দেশগুলি? মৃত্যুর পরও তাদের কাছ থেকে ইজরায়েলে এসে পৌছয়নি কোনও শোকবার্তা। বরং যুদ্ধবাজের মৃত্যু হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে প্যালেস্তাইন। আর গাজা ভূখণ্ড?

রীতিমতো উত্সব পালিত হয়েছে সেখানে। কিন্তু, ইজরায়েলে এখনও তিনি অন্যতম নিরাপত্তার স্থপতি। আর তাই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে পার্লামেন্ট ভবনে রবিবার সারাদিনই ছিল মানুষের ভিড়। জাতীয় পতাকায় মোড়া রয়েছে অ্যারিয়েল শ্যারনের মরদেহ। সোমবার শ্যারনের পরিবারের খামারবাড়িতে হবে শেষকৃত্য। বিশেষ প্রার্থনা হবে ওইসময়ে। উপস্থিত থাকবেন দেশবিদেশের রাষ্ট্রনেতারা। উনিশশো আটচল্লিশে ইজরায়েলের মুক্তিযুদ্ধ থেকে উত্থান শ্যারনের।

১৯৭৩ সালে সুয়েজ খাল নিয়ে আরব সেনার বিরুদ্ধে যুদ্ধেও তিনিই নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু, শ্যারনের সামরিক জীবনে সবথেকে বড় কলঙ্ক বেইরুটের সাব্রা এবং শাতিলা উদ্বাস্তু শিবিরে গণহত্যা। যার জন্য এখনও পর্যন্ত আরব দুনিয়ার কাছে রীতিমতো খলনায়ক হয়ে রয়েছেন অ্যারিয়েল শ্যারন।

First Published: Sunday, January 12, 2014, 19:07


comments powered by Disqus