Last Updated: Tuesday, September 24, 2013, 15:22
পণের টাকা না পেয়ে পুত্রবধূকে অ্যাসিড ছুঁড়ল শাশুড়ি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার বাগদামা এলাকায়। অভিযোগ, পুত্রবধূ সামেরুন্নেসা বিবির সঙ্গে ঘুমিয়ে ছিল তাঁর আড়াই বছরের শিশুপুত্র মিলন শেখ। সেইসময়েই শাশুড়ি হীরা বিবি অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় আড়াই বছরের মিলন শেখের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি সামেরেন্নেসা বিবি। হীরা বিবির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।