Last Updated: June 18, 2014 11:48

কেন্দ্র সরকার কড়া আইন এনেছে। সুপ্রিম কোর্টও নতুন নির্দেশিকা জারি করেছে। রাজ্যও নতুন আইন চালু করেছে। কিন্তু তাতেও থেমে থাকছে না মহিলাদের ওপর অ্যাসিড আক্রমণ।
স্টেশনে অপেক্ষারত মহিলার মুখে অ্যাসিড ছুড়ে, ট্রেন ধরে চম্পট দিল দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে চিত্তরঞ্জন কস্তুরবাগান্ধি রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শিয়ালদহ বালিয়া এক্সপ্রেস করে ওই মহিলা চিত্তরঞ্জন স্টেশনে নামেন। সেইসময় এক যুবক ওই মহিলার মুখে অ্যাসিড ছুড়ে মারে। মহিলা চিত্তরঞ্জন লাগোয়া রূপনারায়ণপুরে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সেইসময় চিত্তরঞ্জন স্টেশনে তাঁর ওপর হামলা করা হয়। পুলিসের প্রাথমিক অনুমায় প্রণয় ঘটিত কারণেই হামলা।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিস অবশ্য বলছে এটা বিছিন্ন ঘটনা, অপরাধী ধরা পড়ে যাবে।
First Published: Wednesday, June 18, 2014, 11:48