Last Updated: Monday, December 16, 2013, 21:00
সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার ঠেলায় এবার রাজ্যের আমজনতার অ্যাসিড ব্যবহারে জোরদার ধাক্কা। নিষেধাজ্ঞার ধাক্কা লাগতে চলেছে শৌচাগার থেকে রান্নাঘর পর্যন্ত। কারণ, পরিচয়পত্র দিয়ে এবং কতটা প্রয়োজন তার নথি জমা দিয়েই কিনতে হবে শৌচাগার পরিস্কার করার মিউরেটিক অ্যাসিড বা রান্নার স্বাদ বাড়ানোর অ্যাসিটিক অ্যাসিড, যাকে বলা হয় ভিনিগার।