আইআরসিটিসি - Latest News on আইআরসিটিসি| Breaking News in Bengali on 24ghanta.com
যাত্রীদের সঙ্গে কথা বলে ৭ দিনের মধ্যে রেলের খাবার বদলানোর আশ্বাস অধীরের

যাত্রীদের সঙ্গে কথা বলে ৭ দিনের মধ্যে রেলের খাবার বদলানোর আশ্বাস অধীরের

Last Updated: Saturday, October 19, 2013, 08:52

যাত্রীরা টাকা দিলে, সেইমতো তাঁদের পরিষেবা দিতে রেল বাধ্য। বললেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। ট্রেনে খাবারের মান নিয়ে যাত্রীরা অভিযোগ তোলায় ক্যাটারিং সংস্থা আই আরসিটিসি-র কর্তাদের ডেকে জবাব তলব করেছেন রেল প্রতিমন্ত্রী। যাত্রীদের সঙ্গে আলোচনা করে সাতদিন পরপর ক্যাটারিং পরিষেবা রিভিউয়েরও নির্দেশ দেওয়া হয়েছে।