Last Updated: Friday, November 1, 2013, 12:17
আধার কার্ডের ভিত্তিতে আজ থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি মিলবে। প্রাথমিকভাবে রাজ্যের তিন জেলা কলকাতা, হাওড়া ও কোচবিহারে চালু করা হচ্ছে ব্যবস্থা। যদিও এই তিন জেলায় অধিকাংশ মানুষেরই আধার কার্ড তৈরি হয়নি। ফলে এই ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে, আজ থেকেই এই ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। যাদের এখনও আধার কার্ড হয়নি তাদের ক্ষেত্রে কী হবে, তা নিয়ে ধন্দ রয়েছে। তবে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর করতে তিন মাসের সময়সীমা দিয়েছে মন্ত্রক।