আধার কার্ডের মাধ্যমেই মিলবে ভর্তুকি, তাই শীর্ঘই কার্ড হাতে পাবেন গ্রাহকরা

আধার কার্ডের মাধ্যমেই মিলবে ভর্তুকি, তাই শীর্ঘই কার্ড হাতে পাবেন গ্রাহকরা

আধার কার্ডের মাধ্যমেই মিলবে ভর্তুকি, তাই শীর্ঘই কার্ড হাতে পাবেন গ্রাহকরাআধার কার্ডের মাধ্যমেই গ্যাসে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। যাদের আধার কার্ড নেই তাঁদের জন্য যুদ্ধকালীন তত্‍পরতায় বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে আধার কার্ডে ছবি তোলার প্রক্রিয়া। বৃহস্পতিবার কলকাতা পুরসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কলকাতায় গ্যাসের গ্রাহক সংখ্যা মোট ১২ লক্ষ। আধার কার্ডের ছবি তোলার ক্ষেত্রে অযথা হয়রানির এড়াতে ডিস্ট্রিবিউটরের অফিসেই এবার ছবি তোলার ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। ছবি তোলার দু থেকে তিন সপ্তাহের মধ্যেই আধার কার্ড হাতে পেয়ে যাবেন গ্রাহকরা।  

First Published: Thursday, November 14, 2013, 17:24


comments powered by Disqus