Last Updated: Friday, September 30, 2011, 17:54
নিম্নচাপ এবার বর্ষাকে দীর্ঘায়িত করেছে। দিন কয়েক আগে পর্যন্ত বৃষ্টিতে জেরবার হয়েছেন রাজ্যবাসী। অসুবিধায় পড়েছিলেন মৃত্শিল্পিরা। তবে পুজোর জন্য এল সুখবর। পুজোর কদিন বৃষ্টির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।