Last Updated: Tuesday, March 12, 2013, 18:40
আলিয়া ভাটকে কষিয়ে এক চড় মারলেন রণদীপ হুডা। করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে সদ্য বলিউডে পা রাখা আলিয়া ভাট পরিবারের সকলের ছোট লাডলি বেটি। কেউ তাঁর গায়ে হাত তুলবে ভাবাই যায় না। সেই ঘটনাই ঘটে গেল ইমতিয়াজ আলির `হাইওয়ে` ছবির সেটে।