Last Updated: March 12, 2013 18:40

আলিয়া ভাটকে কষিয়ে এক চড় মারলেন রণদীপ হুডা। করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে সদ্য বলিউডে পা রাখা আলিয়া ভাট পরিবারের সকলের ছোট লাডলি বেটি। কেউ তাঁর গায়ে হাত তুলবে ভাবাই যায় না। সেই ঘটনাই ঘটে গেল ইমতিয়াজ আলির `হাইওয়ে` ছবির সেটে। চিত্রনাট্যের খাতিরে রণদীপের হাতে চড় খেতে হল আলিয়াকে।
হাইওয়ে ছাড়াও চেতন ভগতের উপন্যাস অবলম্বনে ছবি `টু স্টেটসে` অভিনয় করছেন আলিয়া। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অর্জুন কপুর। এই ছবিতে এক দক্ষিণী মহিলার চরিত্রে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে ছবির জন্য নাকি ভারতনাট্যমের তালিম নিচ্ছেন আলিয়া।
First Published: Tuesday, March 12, 2013, 18:52