Last Updated: Tuesday, November 19, 2013, 23:35
আড়ি-কাণ্ডের ঝুলি থেকে বেরোচ্ছে একের পর এক বেড়াল। গুজরাতের প্রথমসারির এক নেতার সঙ্গে এক মহিলার সম্পর্কের কথা জেনে ফেলাতেই সরকারের রোষানলে পড়তে হয়েছিল তাঁকে। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন গুজরাতের প্রাক্তন আমলা প্রদীপ শর্মা। প্রায় একই অভিযোগ এনেছেন গুজরাতের আরেক পুলিসকর্তা আর বি শ্রীকুমার। মহিলার ওপর লাগাতার নজরদারির অভিযোগে ইতিমধ্যেই চরম অস্বস্তিতে মোদী ঘনিষ্ঠ অমিত শাহ।