Last Updated: Monday, July 1, 2013, 23:16
ঝাঁপ দিয়ে ডিম ধরছে হ্যাফপ্যান্ট পরা ছেলে। হই হই করে চেঁচাচ্ছেন গাউন পরা মহিলারা। কী ভাবছেন? ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের প্র্যাকটিস? মোটেই না। এ হল ডিম প্র্যাকটিস। সাদা বাংলায়, মাঠের এদিক থেকে একজন ছুঁড়ছেন ঠাণ্ডা হয়ে যাওয়া, শক্ত শক্ত, সিদ্ধ ডিম। ওদিক থেকে একজন ছুটে গিয়ে কিংবা ঝাঁপ দিয়ে ধরছেন সেই খোসায় ঢাকা ভ্রুণ। ডিম না ভেঙে ধরতে পারেল পয়েন্ট। রোদে ঝকঝকে রবিবারে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের গ্রামের মাঠে বসেছিল ওয়ার্লড এগ থ্রোয়িং চ্যাম্পিয়নশিপের আসর।