Last Updated: Monday, November 12, 2012, 10:40
সোমবার থেকে ফের শুরু হচ্ছে বিতর্কিত টুজি স্পেকট্রামের নিলাম প্রক্রিয়া। সরকারের আশা এবার টুজি স্পেকট্রামের এই নিলাম থেকে সরকারের কোষাগারে অন্তত ৪০ হাজার কোটি টাকা উঠে আসবে। জিএসএম ও সিডিএমএ দুটি ক্ষেত্রেই নিলাম হবে পৃথকভাবে।