Last Updated: November 12, 2012 10:40

সোমবার থেকে ফের শুরু হচ্ছে বিতর্কিত টুজি স্পেকট্রামের নিলাম প্রক্রিয়া। সরকারের আশা এবার টুজি স্পেকট্রামের এই নিলাম থেকে সরকারের কোষাগারে অন্তত ৪০ হাজার কোটি টাকা উঠে আসবে। জিএসএম ও সিডিএমএ দুটি ক্ষেত্রেই নিলাম হবে পৃথকভাবে।
নিলামের ক্ষেত্রে সরকারি বিধি না মানার অভিযোগে সুপ্রিম কোর্ট ২০০৮ সালে বণ্টন করা ১২২টি টুজি স্পেকট্রাম বাতিলের সিদ্ধান্ত নেয়। যার মধ্যে ইউনিনরের ২২টি, লুপ টেলিকমের ২১টি, সিস্টেমা শ্যাম ২১টি, আইডিয়া ১৩টি, ভিডিওকন ২১টি ও টাটা টেলিকম সিডিএমএ-এর ৩টি লাইসেন্স রয়েছে। যদিও লাইসেন্স বাতিল হওয়া ৮টি সংস্থার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩টি সংস্থা টুজি স্পেকট্রামের এয়ারওয়েভ কেনার জন্য নিজেদের দরপত্র দাখিল করেছে।
First Published: Monday, November 12, 2012, 10:40