Last Updated: Sunday, December 23, 2012, 10:36
দিল্লি গণধর্ষণকাণ্ডে বিক্ষোভকারীদের রুখতে ইন্ডিয়া গেট ও রাষ্ট্রপতি
ভবনের কাছে সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজপথ, জনপথ, সংসদ মার্গ সহ
বিভিন্ন রাস্তায় রয়েছে ব্যারিকেড। জারি রয়েছে ১৪৪ ধারা। বিজয়চক এলাকায়
সংবাদমাধ্যমের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজপথে সাংবাদিকদের হঠাতে জল
কামান ব্যবহার করে পুলিস। চলছে আধা সেনার টহল। বন্ধ করে দেওয়া হয়েছে
ইন্ডিয়া গেটের কাছাকাছি ৮টি মেট্রো স্টেশন।