Last Updated: Saturday, October 26, 2013, 09:13
কালীপুজোয় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুলিস। বাইকে সওয়ার ইভটিজারদের থামাতে শহরের অলিগলিতে ঘুরবে ৩০০ অটো। শুক্রবার কলামন্দিরে কলকাতার কালীপুজো কমিটিগুলির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে কলকাতা পুলিস।