Last Updated: October 26, 2013 09:13

কালীপুজোয় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুলিস। বাইকে সওয়ার ইভটিজারদের থামাতে শহরের অলিগলিতে ঘুরবে ৩০০ অটো। শুক্রবার কলামন্দিরে কলকাতার কালীপুজো কমিটিগুলির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে কলকাতা পুলিস।
বৈঠকে উপস্থিত ছিলেন নগরপাল সুরজিত্ করপুরকায়স্থ। ঠিক হয়েছে, সব নিয়মকানুন মেনে পুজো করলে উদ্যোক্তাদের কলকাতা পুলিসের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। আগামী তিন, চার ও পাঁচই নভেম্বর কালীপুজোর বিসর্জনের দিন ঠিক করা হয়েছে।
এদিকে, টানা বৃষ্টির জেরে কালীপুজো উদ্যোক্তাদের মাথায় হাত। হাতে আর মাত্র কটা দিন। অথচ প্যান্ডেল যেখানে হবে সেখানে জমে জল। প্যান্ডেল করতে বসে অসুবিধা পড়ছেন শিল্পীরাও। প্রতিমা তৈরির কাজও ব্যাহত হচ্ছে। বাজির বাজার এই সময় সরগরম হয়ে ওঠে। কিন্তু বৃষ্টিতে বাজির বাজার জমেনি।
First Published: Saturday, October 26, 2013, 09:13