Last Updated: Tuesday, January 21, 2014, 00:09
না স্বপ্নটা সত্যি হল না বাঙালির চাঁদের পাহাড়ের দেশের। অনেক চেষ্টা করেও ২০১৪ ক্রিকেট বিশ্বকাপের মূলপর্বে ওঠা হল না উগান্ডার। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে সুপার সিক্সে উঠতে না পারায় উগান্ডাকে বিশ্বকাপে খেলতে দেখা যাবে না। স্কটল্যান্ড, কানাডা, নামিবিয়ার মত শক্তিধর দেশকে হারিয়ে উগান্ডা যে বিশ্বকাপ খেলবে এমন আশা অবশ্য কেউ করেনি। তবু বাংলার কোনও সংবাদমাধ্যমে উগান্ডার বিশ্বকাপ খেলা-না খেলা খবর হয় একটা কারণে। তা হল চাঁদের পাহাড়। উগান্ডার কেনিয়ান কোচ তথা প্রাক্তন ক্রিকেটার মার্টিন সুজি যা বললেন, তাতে খবর হতেই হল। সুদূর উগান্ডার বিশ্বকাপ খেলার স্বপ্নে জড়িয়ে আছে বাঙালির স্বপ্নও!