এ কে অ্যান্টনি - Latest News on এ কে অ্যান্টনি| Breaking News in Bengali on 24ghanta.com
লাদাখে চিন সেনার অধিগ্রহণ অস্বীকার প্রতিরক্ষা মন্ত্রীর

লাদাখে চিন সেনার অধিগ্রহণ অস্বীকার প্রতিরক্ষা মন্ত্রীর

Last Updated: Friday, September 6, 2013, 18:03

ভারত-চিন সীমান্তে কোনও রকম সমস্যার কথা অস্বীকার করলেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। শুক্রবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করেন এপ্রিলে চিনা সেনার উত্ত্র-পূর্ব লাদাখ সীমান্তে ৬৪০ কিলোমিটার ঢুকে আসার খবরের কোনও বাস্তব ভিত্তি নেই। তিনি বলেন, "ভারতের কোনও অংশেই ভারত চিন সেনাকে ঢুকতে দেয়নি।"

খাদ্য সুরক্ষা বিলের থেকে সীমান্তের নিরাপত্তা বড়: সুষমা

খাদ্য সুরক্ষা বিলের থেকে সীমান্তের নিরাপত্তা বড়: সুষমা

Last Updated: Wednesday, August 7, 2013, 11:09

কাশ্মীরে পাঁচ ভারতীয় সেনাকে হত্যার পর পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পুঞ্চ সেক্টরে যাচ্ছেন সেনাপ্রধান বিক্রম সিং। পুঞ্চের ঘটনা নিয়ে আজ সন্ধ্যায় বিজেপি নেতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। সেনা সূত্রে খবর, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিকে গোটা ঘটনা সম্পর্কে জানিয়েছেন সেনা প্রধান। অ্যান্টনির কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গেও। সীমাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে ঢুকল চিনা সেনা

ভারতে ঢুকল চিনা সেনা

Last Updated: Tuesday, July 9, 2013, 23:21

লে-লাদাখে ফের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল চিনা সেনা। গত ১৭ জুন ভারতীয় এলাকায় তারা ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের রীতিমতো হিন্দি ভাষায় হুমকি দেয় চিনা সেনার ওই দল। ভাঙচুর করে ভারতীয় সেনার বসানো অত্যাধুনিক ক্যামেরা। প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির চিন সফরের আগে লাল ফৌজের এই আচরণকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিদেশমন্ত্রক।

মাও মোকাবিলায় এখনই সেনা নামছে না

মাও মোকাবিলায় এখনই সেনা নামছে না

Last Updated: Monday, May 27, 2013, 15:59

মাও অধ্যুষিত এলাকায় সেনা মতায়েনের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। যদিও ছত্তিসগড়ে মাও হানায় ৩০ জনের মৃত্যু হওয়ার পর সেখানে ২ হাজার আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে। ফলে মাওবাদী মোকাবিলায় সেনা নামানোর সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয় বিভিন্ন মহলে।