আজ পুঞ্চ যাচ্ছেন সেনাপ্রধান, প্রধানমন্ত্রী দেখা করবেন বিজেপির সঙ্গে

খাদ্য সুরক্ষা বিলের থেকে সীমান্তের নিরাপত্তা বড়: সুষমা

খাদ্য সুরক্ষা বিলের থেকে সীমান্তের নিরাপত্তা বড়: সুষমা
সীমান্তে গুলি, রাজনীতিতে আগুন
ঘটনার টাইম লাইন


৩টে ২৯: বিকেলে দিল্লি ফিরে আসছেন সেনাপ্রধান বিক্রম সিং। খারাপ অবহাওয়ার জন্য পুঞ্চ সফরে বাধা।

৩টে ১৬: খাদ্য সুরক্ষা বিলের আলোচনাতেও উঠে এল অ্যান্টনির প্রসঙ্গ। সুষমা স্বরাজ মন্তব্য করেন, "খাদ্য সুরক্ষা বিলের থেকে সীমান্তের নিরাপত্তা বড়।"

২টো ৫৫: শহীদ বিজয় কুমারের পরিবার রাজ্য সরকারের আর্থিক সাহায্য নিতে অস্বীকার করল।

২টো ১১: পুঞ্চ সেক্টরে ভারতীয় জওয়ান হত্যার ঘটনার প্রতিবাদে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনারের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস সমর্থকরা। পাকিস্তান বিরোধী শ্লোগান তাঁদের গলায়।

২টো ০৮: রাজ্যসভায় বিশৃঙ্খলা। বিরোধী সাংসদের শান্ত থাকার অনুরোধ অধ্যক্ষের। উত্তেজনার জেরে বেলা ৩টে পর্যন্ত মুলতুবী হয়ে যায় অধিবেশন।

১টা ৪০: বিদেশ মন্ত্রী সলমান খুরশিদ জানালেন, ভারত-পাক আলোচনা বন্ধ করা সম্ভব নয়।

পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন গৌতম গম্ভীর। কী বললেন তিনি জানতে ক্লিক করুন।

১২টা ৩১: রাজ্যসভায় বক্তব্য রাখলেন প্রতিরক্ষামন্ত্রী। কাশ্মীর সীমান্তে ভারতীয় জওয়ান হত্যার ঘটনায় অ্যান্টনি বলেন, "দেশ এক। সংসদও এক। এই নিয়ে কোনও দ্বিমত নেই।"

এরপরও বিরোধিতায় অনড় বিরোধী পক্ষ। রবি শঙ্কর প্রসাদের জবাব, "উনি যেটা বলেছেন সেটাকেই কী সত্য বলে ধরে নেওয়া উচিত?"

১২টা ৫৫: ফের সীমান্তে গুলি। গতকাল কাশ্মীরের ঊড়ি সেক্টরে ভারতীয় ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। গুলি বিনিময়ে ২ পাকিস্তানি সেনা জওয়ান আহত হয়ছে বলে খবর।  

১২টা ২০: দুপুর ২টো পর্যন্ত স্থগিত লোকসভা।

১২টা ১৪: ফের একবার ১৫ মিনিটের জন্য স্থগিত রাজ্যসভার কাজ। বিজেপি সাংসদেরা অ্যান্টনির বিরোধিতায় সরব।

১২টা ১২: অবস্থানে অনড় পাকিস্তান। সে দেশের সেনা আধিকারিক সূত্রে খবর, 'হটলাইন' ব্যবস্থার মাধ্যমে ভারত পাক ডিজিএমও-র সঙ্গে কথা বলেছেন। সেখানে ভারতের সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছে পাকিস্থান।

১১টা ৩৫: সীমান্তে গুলির ঘটনায় প্রশ্ন এড়ালেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।







First Published: Wednesday, August 7, 2013, 16:52


comments powered by Disqus