Last Updated: Saturday, September 28, 2013, 21:46
ভিসা সমস্যার কারণে শনিবার দলের সঙ্গে এএফসি কাপ সেমিফাইনাল খেলতে কুয়েত যেতে পারলেন না ইস্টবেঙ্গল অধিনায়কসহ দলের তিন ফুটবলার। ভিসা পাননি দলের ম্যানেজার সহ চার ক্লাব কর্তাও। চক্রান্তের গন্ধ পাচ্ছেন লালহলুদ কর্তারা। গোটা ঘটনার তদন্তের জন্য ফেডারেশনের হস্তক্ষেপ চেয়েছে ইস্টবেঙ্গল। কুয়েত যেতে পারলেন না অধিনায়ক মেহতাব হোসেন সহ তিন ফুটবলার।কুয়েত যাননি দুই ডিফেন্ডার অর্ণব মন্ডল আর গুরবিন্দর সিং।বিমানবন্দর থেকে ফিরতে হল তাদের।