ভিসা সমস্যায় এএফসি কাপ সেমিফাইনালে যেতে পারলেন না ইস্টবেঙ্গল অধিনায়কসহ ৩ ফুটবলার

ভিসা সমস্যায় এএফসি কাপ সেমিফাইনালে যেতে পারলেন না ইস্টবেঙ্গল অধিনায়কসহ ৩ ফুটবলার

ভিসা সমস্যায় এএফসি কাপ সেমিফাইনালে যেতে পারলেন না ইস্টবেঙ্গল অধিনায়কসহ ৩ ফুটবলার ভিসা সমস্যার কারণে শনিবার দলের সঙ্গে এএফসি কাপ সেমিফাইনাল খেলতে কুয়েত যেতে পারলেন না ইস্টবেঙ্গল অধিনায়কসহ দলের তিন ফুটবলার। ভিসা পাননি দলের ম্যানেজার সহ চার ক্লাব কর্তাও। চক্রান্তের গন্ধ পাচ্ছেন লালহলুদ কর্তারা। গোটা ঘটনার তদন্তের জন্য ফেডারেশনের হস্তক্ষেপ চেয়েছে ইস্টবেঙ্গল। কুয়েত যেতে পারলেন না অধিনায়ক মেহতাব হোসেন সহ তিন ফুটবলার।কুয়েত যাননি দুই ডিফেন্ডার অর্ণব মন্ডল আর গুরবিন্দর সিং।বিমানবন্দর থেকে ফিরতে হল তাদের।

কুয়েতে যাওয়ার জন্য ভারত থেকে ভিসা করা যায় না। তাই ভিসার জন্য ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সব ফুটবলার আর কর্মকর্তাদের পাসপোর্টের কপি পাঠানো হয়েছিল কুয়েতে।সবার ভিসা এলেও আসেনি তিন ফুটবলার আর চার কর্তার ভিসা।গোটা ঘটনার পেছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন লাল-হলুদ কর্তারা।
 
কুয়েতের ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে রবিবারের মধ্যে তারা ভিসা পাঠিয়ে দেবেন।সেক্ষেত্রে রবিবার রাতের বিমানে কুয়েত উড়ে যাবেন মেহতাব-রা।পরিস্থিতি যা তাতে সোমবার কুয়েত পৌঁছে মঙ্গলবার সেমিফাইনাল ম্যাচ খেলতে হবে তাদের।ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করার জন্য ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে ইস্টবেঙ্গল।ফেডারেশনের মাধ্যমে এএফসি কাছে গোটা ঘটনার তদন্ত দাবি করছে তারা।এমনকি বিমান টিকিটের অদলবদলের জন্য ক্লাবের যে তিন লক্ষ তিরিশ হাজার টাকা ক্ষতি হয়েছে,সেই টাকাও ক্ষতিপূরণ হিসাবে দাবি করছে ইস্টবেঙ্গল।

First Published: Saturday, September 28, 2013, 21:46


comments powered by Disqus