Last Updated: Friday, August 2, 2013, 18:59
শ্রীলঙ্কায় রনবীর কপূরের সঙ্গে ছুটি কাটিয়ে ফেরার পর থেকেই মিডিয়াকে এড়িয়ে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। তবে রনবীরের সঙ্গে তাঁর প্রেম যে মধ্যগগনে সেই বিষয়ে সকলেই নিশ্চিত। আর তাই নিজের অতীতকে এবার পিছনেই ফেলে আসতে চাইছেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে সলমনের দেওয়া দামি গাড়ি বেচে দিতে চলেছেন ক্যাটরিনা।