Last Updated: Friday, October 19, 2012, 15:41
ঘড়ির কাটা তখন ১.৩০-এর ঘর ছুঁই ছুঁই। তিরুবনন্তপুরম বিমানবন্দরের ৩ ঘণ্টা ধরে চলা টানটান নাটকের যবনিকাপতন ঘটল। তারপরই আবু ধাবি থেকে আসা এয়ার ইণ্ডিয়ার বিমানটি কোচির উদ্দেশ্যে উড়ে যায়। কিন্তু ততক্ষণে দেশের প্রায় সবকটি বিমানবন্দরে চূড়ান্ত সতর্ক বার্তা পৌঁছে গিয়েছে। `হাইজ্যাক এলার্ম` বাজানোয় ওই বিমানের চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া কতৃপক্ষ।