Last Updated: Thursday, November 14, 2013, 18:02
শেষবারের মত মাঠে নামছেন সচিন তেন্ডুলকর। তাই নিজের ছবির প্রচারের সময় পিছিয়ে দিয়ে তড়িঘড়ি মাঠে ফিরলেন আমির। যশরাজ স্টুডিওয় বিকেল সাড়ে ৪টেয় ছিল আমিরের আগামী ছবি ধুম থ্রি-র প্রচার অনুষ্ঠান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে অলআউট হয়ে গেছে! তার মানে এখনই মাঠে নামবেন ঈশ্বর। মুহূর্তে শুটিং দেড় ঘণ্টা পিছিয়ে দিয়ে মাঠে হাজির আমির।