সচিন নামতেই মাঠে ফিরলেন আমির

সচিন নামতেই মাঠে ফিরলেন আমির

সচিন নামতেই মাঠে ফিরলেন আমির শেষবারের মত মাঠে নামছেন সচিন তেন্ডুলকর। তাই নিজের ছবির প্রচারের সময় পিছিয়ে দিয়ে তড়িঘড়ি মাঠে ফিরলেন আমির। যশরাজ স্টুডিওয় বিকেল সাড়ে ৪টেয় ছিল আমিরের আগামী ছবি ধুম থ্রি-র প্রচার অনুষ্ঠান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে অলআউট হয়ে গেছে! তার মানে এখনই মাঠে নামবেন ঈশ্বর। মুহূর্তে শুটিং দেড় ঘণ্টা পিছিয়ে দিয়ে মাঠে হাজির আমির।

এর আগে সকাল সকালই ওয়াংখেড়েতে চলে এসেছিলেন মিস্টার পারফেকসনিস্ট। বসেছিলেন কমেন্ট্রি বক্সে। রবি শাস্ত্রী আর হর্ষ ভোগলের সঙ্গে ভাগ করে নিলেন সচিনের সঙ্গে কাটানো মুহূর্তের কথাও। সচিনের জন্য নিজের লাকি নীল টি-শার্টও পরে এসেছিলেন আমির। সচিনকে ধুম মচালেও উত্‍সর্গ করেছেন আমির।

First Published: Thursday, November 14, 2013, 18:02


comments powered by Disqus