Last Updated: Wednesday, October 3, 2012, 17:59
গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচনি কমিশনর ভি এস সম্পথ। ডিসেম্বরের ১৩ ও ১৭ তারিখ দু`দফায় গুজরাটে নির্বাচন হবে বলে জানিয়েছেন সম্পথ। অন্যদিকে, ৪ নভেম্বর নির্বাচন হবে হিমাচলে । প্রসঙ্গত, গুজরাট সরকারের কার্যসীমা শেষ হচ্ছে ২০১৩-র ১৭ জানুয়ারি, ওদিকে হিমাচল সরকারের কার্যকালের শেষ দিন ১০ জানুয়ারি।