সমতলে ফিরছেন দময়ন্তী সেন

সমতলে ফিরছেন দময়ন্তী সেন

সমতলে ফিরছেন দময়ন্তী সেন পঞ্চায়েতের ভোটপর্ব মেটার পরই পুলিসকর্তাদের রদবদলের সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছেন দময়ন্তী সেন। পার্কস্ট্রিট কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে লালবাজার থেকে সরিয়ে দেওয়া হয়। কিছুদিন পরে তাঁকে ও এস ডি বা অফিসার অন স্পেশাল ডিউটিতে দার্জিলিংয়ের ডি আই জি পদে বহাল করা হয়। সেই থেকে পাহাড়ের শান্তি রক্ষার দায়িত্বে ছিলেন দময়ন্তী সেন।

তবে এবার হয়ত ফের সমতলে ফিরতে চলেছেন তিনি। সম্ভবত বারাকপুরের পুলিস কমিশনার পদে বসতে চলেছেন দময়ন্তী সেন। তাঁর জায়গায় যেতে পারেন জাভেদ শামিম।    

First Published: Friday, July 26, 2013, 10:31


comments powered by Disqus