Last Updated: Wednesday, July 31, 2013, 20:45
কথা ছিল একই ছবি দিয়ে বলিউডে পা রাখবেন দুজনে। দুই তারকা সন্তানের একই ছবিতে আত্মপ্রকাশের সম্ভাবনা নিয়ে বলিউড তোলপাড় হয়েছিল। কিন্তু সেই ইতিহাস লেখা হয়নি। যদিও তাঁরা বলিউডে পা রেখেছিলেন একই বছর। কহো না প্যায় হ্যায়(২০০০) বছরের ব্লকবাস্টার। তবে সেভাবে হিট করেনি রিফিউজি।