Last Updated: July 31, 2013 20:45

কথা ছিল একই ছবি দিয়ে বলিউডে পা রাখবেন দুজনে। দুই তারকা সন্তানের একই ছবিতে আত্মপ্রকাশের সম্ভাবনা নিয়ে বলিউড তোলপাড় হয়েছিল। কিন্তু সেই ইতিহাস লেখা হয়নি। যদিও তাঁরা বলিউডে পা রেখেছিলেন একই বছর। কহো না প্যায় হ্যায়(২০০০) বছরের ব্লকবাস্টার। তবে সেভাবে হিট করেনি রিফিউজি।
দুজনে একসঙ্গে প্রথমবার পর্দায় আসেনি ইয়াদেঁ ছবিতে। ছবি হিট না হলেও হৃতিক-করিনা জুটি হিট। এরপর কভি খুশি কভি গম, মুঝসে দোস্তি করোগে, ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ। গত দশকের প্রথম দিকে সম্ভাবনাময় জুটি তৈরি হলেও, গত দশ বছরে একবারও পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। দশ বছর পর ফের দুজন একসঙ্গে আসতে চলেছেন করণ মলহোত্রার শুদ্ধি ছবিতে।
পরিচালক জানালেন, এই ছবিতে দুজনকেই সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে। ছবি প্রযোজনা করবেন করণ জোহর। সামনের বছর শুরুতেই শুটিং শুরু হবে শুদ্ধির।
First Published: Wednesday, July 31, 2013, 20:45