Last Updated: Sunday, November 13, 2011, 23:42
কলকাতা লিগের প্রথম ম্যাচেই সহজ জয় পেল মোহনবাগান। টালিগঞ্জ অগ্রগামীকে দুই-এক গোলে হারিয়ে দিল সুব্রত-প্রশান্ত-র দল। প্রথমার্ধের চব্বিশ মিনিটে ব্যারেটোর পাস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন গৌরাঙ্গ দত্ত। মাত্র দশ মিনিটের মধ্যেই মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান সেই গৌরাঙ্গই।