শুরুতেই জয় পেল মোহনবাগান, Mohunbaagan starts with win

শুরুতেই জয় পেল মোহনবাগান

শুরুতেই জয় পেল মোহনবাগানকলকাতা লিগের প্রথম ম্যাচেই সহজ জয় পেল মোহনবাগান। টালিগঞ্জ অগ্রগামীকে দুই-এক গোলে হারিয়ে দিল সুব্রত-প্রশান্ত-র দল। প্রথমার্ধের চব্বিশ মিনিটে ব্যারেটোর পাস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন গৌরাঙ্গ দত্ত। মাত্র দশ মিনিটের মধ্যেই মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান সেই গৌরাঙ্গই। দ্বিতীয়ার্ধে অবশ্য অনেকটাই ম্রিয়মাণ ছিল মোহনবাগানের আক্রমণ। ম্যাচের চুরাশি মিনিটে ওকোরোগোরের গোলে ব্যবধান কমায় ফুজাতোপের টালিগঞ্জ অগ্রগামী। এই ম্যাচে ব্যারেটো ছাড়া আরও কোনও বিদেশিকেই মাঠে নামায়নি মোহনবাগান। তবে চোট পাওয়ায় বড় ম্যাচের কথা ভেবে তুলে নেওয়া হয় ব্যারেটোকেও। দলের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যারেটোর চোট গুরুতর নয়। কলকাতা লিগের জন্য রিজার্ভ বেঞ্চের বেশিরভাগ ফুটবলারকেই এই ম্যাচে দেখে নেওয়া হয়। মোহনবাগানের হয়ে ম্যাচে নজর কাড়েন জেসিটির প্রাক্তন ডিফেন্ডার দলজিত সিং।

First Published: Sunday, November 13, 2011, 23:48


comments powered by Disqus