Last Updated: Thursday, October 31, 2013, 14:52
ভাইফোঁটা মানেই পোটপুজো। প্রতিবছর ভাইয়ের পাতে নতুন কিছু দিতেই হবে। নিজের হাতের খেল দেখানোর জন্য এর থেকে ভাল দিন আর হয় না। কাঁকড়া, চিংড়ির এমন একটা জমাটি যুগলবন্দী ভাইয়ের পাতে তুলে দিতে পারলে আপনার ভাইফোঁটা হিট করবেই।