Last Updated: Thursday, September 5, 2013, 19:40
`কাবুলিওয়ালার বাঙালি বাউ` আত্মজীবনীর লেখক সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে আফগানিস্তানে হত্যা করল তালিবানিরা। আফগানিস্তানের পাকতিকায় রাতে লেখিকার বাড়িতে হামলা চালায় তালিবানিরা। স্বামী আত্মীয়দের বেঁধে তাণ্ডব চালায় তাঁরা। সুস্মিতাকে বাড়ির বাইরে এনে খুন করে তালিবান জঙ্গিরা। স্থানীয় একটি মাদ্রাসার সামনে লেখিকার দেহ পুঁতে দেওয়া হয়েছে বলে খবর।