কামদুনিকাণ্ডের প্রতিবাদ করায় গ্রেফতার মহিলা সমাজকর্মী

কামদুনিকাণ্ডের প্রতিবাদ করায় গ্রেফতার সমাজকর্মী সোমা মুখার্জি

কামদুনিকাণ্ডের প্রতিবাদ করায় গ্রেফতার সমাজকর্মী সোমা মুখার্জিকামদুনিকাণ্ডে প্রতিবাদ করে গ্রেফতার হলেন মহিলা সমাজকর্মী। ধৃত সমাজকর্মী সোমা মুখার্জি। কামদুনিকাণ্ডের পর মহাকরণের সামনে বিক্ষোভ দেখান সোমা মুখার্জি সহ বেশ কয়েকজন। তখন পুলিস তাঁদের মহাকরণের ভিতরে নিয়ে যায়। কামদুনিকাণ্ডের প্রতিবাদে সে সময় মহাকরণে স্মারকলিপি দিয়ে আসেন তাঁরা।

এরপরও মামলা দায়ের করে চার্জশিট দেয় পুলিস। রাঙতা মুন্সিকে যখন পুলিস গ্রেফতার করতে যায়, তখনই ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই মামলায় এই প্রথম কাউকে গ্রেফতার করল পুলিস। সোমা মুখার্জিকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিস।

সোমা মুখার্জির গ্রেফতারির প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করছেন বুদ্ধিজীবি মহলের একাংশ। অনেকেই বলছেন, প্রতিবাদীদের গ্রেফতার করে কণ্ঠরোধের চেষ্ঠা হচ্ছে।

First Published: Wednesday, February 19, 2014, 14:50


comments powered by Disqus