Last Updated: Wednesday, December 12, 2012, 17:06
বিধানসভার ভিতরে যা হয়েছে, তাতে পুলিস বা প্রশাসনের কিছু করণীয় নেই। এমনটাই নিয়ম। কিন্তু বিধানসভার বাইরে এমন ঘটনা ঘটলে গ্রেফতার বা হাজতবাস শুধু নয়, জেলও খাটার সম্ভাবনা ছিল। ভারতীয় দণ্ডবিধিই সেকথা বলছে। বিধায়ক হলেও রেহাই মিলত না। বিধানসভার মধ্যে তুমুল উত্তেজনা, মারধর, এমনকী আক্রান্ত হলেন মহিলা বিধায়কও। কিন্তু আইন ও নিয়ম অনুসারে পুলিস-প্রশাসনের কিছুই করার নেই। কিন্তু বাইরে হলেই বদলে যেত চিত্রটা। যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, তাতে গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল বেশ কয়েকজন বিধায়কেরও।