সেলেব বাস থেকে কারাবাস

সেলেব বাস থেকে কারাবাস

এঁরা দেশের সেলেব্রিটি। কিন্তু নিয়তির ফেরে ২০১৩ জেলের পিছনে। ২০১৩ এরা সবাই এখন জেলের ঘানি টানছেন, অথবা টেনেছেন। বিভিন্ন কারণে আদালত এঁদের দোষী সাব্যস্ত করায় এদের হাজতবাস হয়। তাদের দেখুন এক নজরে।

সঞ্জয় দত্ত--১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে সঞ্জয় দত্তের কারাদণ্ড হয়। বর্তমানে পুণের জেলে তাঁর ৪২ মাসের কারাবাসের মেয়াদ কাটাচ্ছেন। তবে সঞ্জয় এখন প্যারোল ছুটি কাটাচ্ছেন। অবশ্য নিয়ম মেনে বলিউডের মুন্নাভাইকে ফের ফিরতে হবে অন্ধ কুঠুরিতে।

লালুপ্রসাদ যাদব-- পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হওয়ায় লালুপ্রসাদ যাদবের পাঁচ বছরের জেল হয়। সাংসদ পদ খারিজ হয়ে যায় তাঁর। ভোটে দাঁড়ানোর ক্ষমতাও কড়ে নেওয়া হয়। তবু লালু জামিন পেয়ে হুঙ্কার দিচ্ছেন। বিহারের কুর্সি থেকে পাটনার জেলে দিন বেশ অন্ধকারেই কাটছে লালুর।

শ্রীসন্থ-- মন খুলে বল করতেন। দেশের হয়ে বিশ্বকাপ খেলে জিতে এসেছেন। তবে ফিক্সিংকাণ্ডে জড়িত হয়ে হাজতবাস করতে হল। তবে জামিনে ফিরে বিয়েটা সেরে ফেলেছেন। ফিক্সিংয়ে ফেঁসে সাতপাকে বেধে শ্রীসন্থের বছর স্মরণীয়।

First Published: Tuesday, December 24, 2013, 17:18


comments powered by Disqus