কার্টুন কাণ্ডে অধ্যা - Latest News on কার্টুন কাণ্ডে অধ্যা| Breaking News in Bengali on 24ghanta.com
কার্টুন কাণ্ডে অধ্যাপক পিটিয়ে হাজতে ৪ তৃণমূল কর্মী

কার্টুন কাণ্ডে অধ্যাপক পিটিয়ে হাজতে ৪ তৃণমূল কর্মী

Last Updated: Saturday, April 14, 2012, 14:10

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে শারীরিক নিগ্রহ এবং জোর করে মুচলেকা লেখানোর অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন তৃণমূলের ৪ নেতা-কর্মী। শনিবার বেলায় তৃণমূল কংগ্রেস নেতা অরূপ মুখোপাধ্যায়, অমিত সর্দার, নিশিকান্ত ঘড়াই এবং শেখ মুস্তাফাকে গ্রেফতার করা হয়।