Last Updated: Friday, November 16, 2012, 18:08
কিছুদিন আগেই নিজের বোন কোলে ও কোর্টনির সঙ্গে নতুন কালেকশন লঞ্চ করেছেন কিম কার্দাশিয়ান। কিমের ইচ্ছা আমেরিকার মতোই ব্রিটেনেও জনপ্রিয় হোক তাঁর পোষাক। আর ব্রিটেনে কিমের পোষাক প্রোমোট করার জন্য রাজবধূর থেকে ভাল পছন্দ আর কেই বা হতে পারতেন।