Last Updated: November 19, 2012 18:47

অনেক আশা নিয়ে রাজবধূকে ভেট পাঠিয়েছিলেন কিম। যদি তাঁর বিন্দুমাত্র দাক্ষিণ্যও পাওয়া যায় তাহলেই ব্রিটেনে চড়া দামে বিকোবে তাঁর পোষাক। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়ে কিমকে পোষাক ফেরত পাঠালেন ডাচেস অফ কেমব্রিজ কেট।
কিম কার্দাশিয়ানের বোন ডরোথি পার্কিনসের রেঞ্জ থেকে বেছে বেছে সেরা ড্রেসগুলোই কেটকে পাঠিয়েছিলেন কিম। কিন্তু দেখেই নাক সিঁটকিয়িছেন কেট। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে কেট কোনওদিনই কিমের পাঠানো কমদামি লেপার্ড প্রিন্টের মিনিস্কার্ট বা গোল্ড কাজের জ্যাকেট গায়ে তুলতেন না। তবে তার থেকেও বড় কথা, রাজপরিবারের নিয়ম অনুযায়ী অপরিচিত উপহার দাতাদের কাছ থেকে কখনই বাকিংহাম প্যালেস কিছু গ্রহণ করে না। বেশিরভাগ উপহারই ফিরিয়ে দেন তাঁরা।
First Published: Monday, November 19, 2012, 18:47