Last Updated: Saturday, October 27, 2012, 13:54
দুর্গোত্সবের রেশ কাটতে না কাটতেই ইদ। কুরবানির ইদ। পবিত্র ইদ। সকাল সকাল নতুন জামা পরে রেড রোডে হাজির প্রায় আট হাজার মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। শিশু, কিশোর থেকে প্রৌঢ়-বাদ ছিলেন না কেউই। শাহী ইমাম মৌলানা কাজী ফজলুর রহমান, তৃণমূল সাংসদ মুকুল রায়, মন্ত্রী জাভেদ খানের উপস্থিতিতে শুরু হয় নমাজ পাঠ। নমাজ শেষে আলিঙ্গন আর শুভেচ্ছা বিনিময়। রেড রোড ছাড়াও শনিবার কলকাতার বিভিন্ন জায়গায় নমাজ পাঠে অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা।