Last Updated: Wednesday, November 20, 2013, 21:23
মুক্তির ১৫ দিনেই ২০০ কোটির গণ্ডি পার করল কৃশ থ্রি। দ্বিতীয় সপ্তাহান্তের পর বক্সঅফিস বলছে, কৃশ থ্রি ব্যবসা করেছে ২২৮.২৩ কোটির। ছবির প্রযোজক-পরিচালক রাকেশ রোশন জানালেন, শুক্রবারে কৃষ থ্রির পকেটে এসেছে ২.৪৪ কোটি। কৃষের সাফল্যে উত্ফুল্ল হয়ে বলেন, ভগবানের আশীর্বাদে কৃশ নতুন রেকর্ড ছুঁয়েছে। তবে রেকর্ড তৈরি হয়ই কোনওদিন ভাঙার জন্য।