পনরো দিনে ২০০ কোটি পেরিয়ে নতুন রেকর্ড কৃশ থ্রির

পনরো দিনে ২০০ কোটি পেরিয়ে নতুন রেকর্ড কৃশ থ্রির

পনরো দিনে ২০০ কোটি পেরিয়ে নতুন রেকর্ড কৃশ থ্রির মুক্তির ১৫ দিনেই ২০০ কোটির গণ্ডি পার করল কৃশ থ্রি। দ্বিতীয় সপ্তাহান্তের পর বক্সঅফিস বলছে, কৃশ থ্রি ব্যবসা করেছে ২২৮.২৩ কোটির। ছবির প্রযোজক-পরিচালক রাকেশ রোশন জানালেন, শুক্রবারে কৃষ থ্রির পকেটে এসেছে ২.৪৪ কোটি। কৃষের সাফল্যে উত্ফুল্ল হয়ে বলেন, ভগবানের আশীর্বাদে কৃশ নতুন রেকর্ড ছুঁয়েছে। তবে রেকর্ড তৈরি হয়ই কোনওদিন ভাঙার জন্য।

ট্রেড এক্সপার্ট তরণ আদর্শ জানালেন, "প্রচুর প্রেক্ষাগৃহে কৃশের মুক্তি পাওয়া ও টিকিটের দাম অবশ্যই রয়েছে এই সাফল্যের পিছনে। তবে ছবির বিষয় যদি দর্শককে আকর্ষণ না করে তবে কোনওভাবেই হলে দর্শক টানা যায় না। কোনও ছবি যদি আন্তর্জাতিক বাজারেও ভাল ব্যবসা করে তবেই রেকর্ড গড়া যায়।" হৃতিক-প্রিয়াঙ্কা জুটির সঙ্গেই ছবিতে রয়েছেন কঙ্গনা রওনত ও বিবেক ওবেরয়।


First Published: Wednesday, November 20, 2013, 21:23


comments powered by Disqus