Last Updated: Tuesday, November 12, 2013, 22:16
ইস্টবেঙ্গল কোচ হিসাবে মার্কোস ফালোপার বিদায় নিশ্চিত হয়ে গেল। কিন্তু লাল হলুদের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে তৈরি হল নাটকীয় মোড়। ক্লাব সচিবকে প্রাক্তন কোচ ট্রেভর জেমস মরগ্যানের ই মেল নাটকীয় মোড় এনে দিল নতুন কোচ প্রসঙ্গে। এমনিতে ইস্টবেঙ্গলের কোচ হিসাবে ফ্রন্ট রানার আর্মান্দো কোলাসোই। কিন্তু কোলাসো যেভাবে আগবাড়িয়ে ক দিন ধরে ফেসবুকে যেভাবে প্রচার করছেন তিনিই ইস্টবেঙ্গলের কোচ হতে চলেছেন, তা নিয়ে বিরক্ত ক্লাব কর্তারা।