আউশ গ্রামে গণনা কেন্দ্রের সামনে বোমাবাজি

আউশ গ্রামে গণনা কেন্দ্রের সামনে বোমাবাজি

আউশগ্রাম দুই নম্বর ব্লকের গণনাকেন্দ্র গুসকরা কলেজের সামনে সকাল থেকে শুরু হয় বোমাবাজি। বাম এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস। এজেন্টদের অনুপস্থিতিতেই গণনা শুরু হয়।

জামালপুরে সিপিআইএম এজেন্টেদের মারধর করে গণনা কেন্দ্রের বাইরে বের করে দেওয়া হয়। ঘটনায় জখম হন বেশ কয়েক জন। আহতদের হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সাংসদ সইদুল হক গণনা কেন্দ্রে হিংসার বিষয়ে জেলা শাসককে বিস্তারিত জানিয়েছেন।

First Published: Monday, July 29, 2013, 11:03


comments powered by Disqus