Last Updated: Sunday, March 16, 2014, 13:57
ভবিষ্যত ঠিক করতে আজ ভোটের লাইনে ক্রিমিয়া। ইউক্রেন না রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপ থাকবে কার দখলে। তা ঠিক করতেই আজ ক্রিমিয়ায় গণভোট। ভোটারের সংখ্যা পনেরো লক্ষ। যদিও, আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ দেশই এই গণভোটের বিরুদ্ধে। ক্রিমিয়ার গণভোটকে অনৈতিক আখ্যা দিয়ে শনিবার রাষ্ট্রসংঘে এক প্রস্তাব আনা হয়েছিল।