Last Updated: March 17, 2014 08:21

রাশিয়ার যোগদানের পক্ষেই মত দিলেন ক্রিমিয়ার মানুষ। রবিবারের ঐতিহাসিক গণভোটের ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, প্রায় ৯৫ শতাংশ মানুষই চাইছেন রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযুক্তিকরণ। ক্রিমিয়ার রাজনৈতিক নেতারা জানিয়েছেন, আজ থেকেই তাঁরা নিজেদের রাশিয়ার অঙ্গ বলে মনে করবেন। ক্রিমিয়াবাসীর এই রায়কে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কিয়েভ অনুগত ক্রিমিয়ানরা অবশ্য এই গণ ভোট বয়কট করেন। ক্রেমলিন অবশ্য দাবি করেছে, ইউক্রেনে শান্তি স্থাপনের ব্যাপারে টেলিফোনে বারাক ওবামার সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ক্রিমিয়ার গণভোটকে অবৈধ বলে, তা খারিজের দাবি জানিয়েছে হোয়াইট হাউজ। ইউরোপীয় ইউনিয়নও বিবৃতি দিয়ে গণভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে। তারা পশ্চিমি দুনিয়া এই ভোটের ফলকে মানবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ইউ। আজই ইউরোপীয়ন ইউনিয়ন গোষ্ঠীভুক্ত রাষ্ট্রের বিদেশমন্ত্রীদের বৈঠক। সেখানেই রাশিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা হতে পারে।
First Published: Monday, March 17, 2014, 08:21