Last Updated: Sunday, February 17, 2013, 11:16
তিস্তা চুক্তি রূপায়ণের বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছনোর ব্যাপারে আশাপ্রকাশ করেছেন তিনি। ছিটমহল বিনিময়ের জন্য সংসদের আসন্ন অধিবেশনে সংবিধান সংশোধনী বিল পাসের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। সীমানা মানচিত্র বিনিময়ের পাশাপাশি গতকাল বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে মউ সই করেন তিনি।